চেয়ারম্যানের বার্তা
সালমা সুলতানা
আল্লাহ সকল সৃষ্টির মূল। তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং সমৃদ্ধ করেছেন। বিচক্ষণতার সাথে চিন্তা করলে উপলব্ধি করতে পারা যায় যে এই প্রাচুর্যতার মূল উদ্দেশ্য হলো অসহায়, দুঃস্থ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। সৃষ্টিকর্তার দেয়া এই সমৃদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের পারিপার্শিক আর্থ-সামাজিক উন্নয়ন থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আমি বিশ্বাস করি যে সততা, নিষ্ঠা, অঙ্গীকার, পরিশ্রম ও পারস্পরিক সহযোগীতা ছাড়া সমাজে শান্তি কায়েম হতে পারে না। মানবাধিকার, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের ক্ষমতায়নমূলক কার্যক্রমের চর্চা ব্যতীত প্রগতিশীল বাংলাদেশ একটি স্বপ্ন হিসেবেই রয়ে যাবে।
এই লক্ষ্য নিয়ে আমরা একটি সংস্থা গঠন করেছি যা সর্বদা মানবজাতির জন্য কাজ করবে। গাছের গোড়ায় পানি দিলে তা যেমন গাছের শাখা-প্রশাখায় পৌছে যায় ঠিক তেমনি ভাবে সমাজের মৌলিক সমস্যাগুলি সমাধানের মাধ্যমে উন্নয়ন সমাজের সর্বস্তরে পৌছে যাবে। এই মর্মে আমরা ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার, দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং স্বাচ্ছাসেবকদের সাথে নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রাণবন্ত করতে নিযুক্ত হই।
আসুন একসাথে আমরা আত্নবিশ্বাস এবং আশাবাদের সহিত সকল সমস্যার মোকাবিলা করি।